নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে বাড়ছে জনভোগান্তি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিবহন টিকিট কাউন্টার মালিক মনির বলেন, সকাল থেকেই মহাসড়কে যানজট দেখা দিয়েছে। একদিকে যানজট অন্যদিকে বৃষ্টি। যে কারণে ভোগান্তি বেড়েছে। বৃষ্টিতে ভিজে যাত্রীরা গন্তব্যে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছে।
সুমন নামে একজন যাত্রী বলেন, দাউদকান্দি যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টায় রায়েরবাগ থেকে বাসে উঠেছি। শিমরাইল মোড় আসতে সাড়ে ৮টা বেজে গেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা নজরে পড়ছে না।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কের বন্দর অংশের কেওডালা, লাঙ্গলবন্দসহ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে যায়। তাছাড়া কিছু যানবাহন উল্টো পথে প্রবেশ করলে যানজট সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িগুলো আমরা মহাসড়ক থেকে সরিয়ে ফেলেছি। বৃষ্টির কারণে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে যানজট থাকবে না। সড়ক স্বাভাবিক হয়ে যাবে।
0 Comments