বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ২০১৯ সালে বাংলাদেশ থেকে চাকরি নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার সংখ্যা ছিল সাত লাখ। গত জানুয়ারি-মার্চ এই তিন মাসে বিদেশে মোট কর্মসংস্থানের ৮৮ শতাংশ কর্মী গেছে মধ্যপ্রাচ্যের ১০ দেশে। ৭৪ শতাংশই গেছে সৌদি আরবে।
দেশটিতে প্রায় ২১ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন পেশায় কর্মরত। বাংলাদেশি কর্মীদের বড় অংশই কাজ করে বেসরকারি খাতে। করোনার কারণে অনেকের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ভালো নয়। এ ছাড়া ঝুঁকির কারণে অনেকে কর্মীও নিতে চাচ্ছে না।
এ কারণে গত মার্চে অনেক কর্মীর চাহিদা থাকলেও এখন তা নেই। গত মার্চ মাসে ভিসা পেয়ে যেতে পারেননি—এমন কর্মীদের জন্য এখন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।এখন সৌদিপ্রবাসী কর্মীদের ফিরে যাওয়া নিয়ে দেখা দেওয়া জটিলতা নতুন মোড় নিয়েছে।
যুক্ত হয়েছে নতুন মাত্রা। অনেকের ভিসা ও ইকামা বা কাজের অনুমতি আছে। কফিল বা নিয়োগকারীও দ্রুত ফিরে যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন, না গেলে চাকরি হারানোর শঙ্কা আছে। কিন্তু সৌদিতে ফিরে যাওয়ার টিকিট পাওয়া যাচ্ছে না। আবার অনেকের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে।ভিসার মেয়াদ বাড়াতে ঢাকায় আবেদনের জন্য যে ধরনের কাগজপত্র দরকার, সেগুলো সৌদি আরব থেকে সহজে মিলছে না। ফলে ভিসাও নবায়ন করা সম্ভব হচ্ছে না। আবার বিষয়টি দুই দেশের সরকারের হাতেও নেই। করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্যের অবস্থা আগের মতো নেই। এ ছাড়া করোনার ঝুঁকিও আছে। সৌদি আরবে বাংলাদেশিদের বেশির ভাগ কাজ করে বেসরকারি খাতে। সে প্রতিষ্ঠানগুলো যদি বর্তমান পরিস্থিতিতে শ্রমিক নিতে না চায়, তাহলে কিছু করার নেই।এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে। দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে মনোযোগ দিতে হবে। শ্রমশক্তি হিসেবে বিদেশ গমনেচ্ছুদের বিদেশি ভাষায় পারদর্শী করে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্ববাস্তবতায় শিক্ষিত ও দক্ষতাসম্পন্নদের কদর বাড়ছে। সব কর্মক্ষেত্র সবার জন্য উন্মুক্ত না হলেও দক্ষ জনশক্তি নিজ নিজ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারে। বিকাশমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাই জনশক্তি গড়ে তুলতে হবে। আমরা আশা করব, আমাদের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট সবার সহেযোগিতায় জনশক্তি রপ্তানিতে নতুন করে জোয়ার আসবে।
0 Comments